রবিবার ৫ অক্টোবর ২০২৫ - ১৭:৫১
ভারতের রাজধানী দিল্লির আকাশে ফিলিস্তিন সমর্থনের স্লোগান

ভারতের রাজধানী দিল্লির আকাশে ফিলিস্তিন সমর্থনের স্লোগান

বিক্ষোভকারীদের তীব্র সমালোচনার মুখে মোদি সরকার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফিলিস্তিনের প্রতি সংহতি ও দখলদার ইসরায়েলি (সায়োনিস্ট) সরকারের নৃশংস অপরাধের বিরুদ্ধে এক জোরালো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনপন্থী সংগঠন বিডিএস ইন্ডিয়া (BDS India)-এর উদ্যোগে এই বিক্ষোভটি জনতার মন্ত্র-এ (জন্তর মন্তর) অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের শত শত মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েল কোনো দেশ বা জাতি নয়, বরং এটি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সহায়তায় গড়ে ওঠা একটি সামরিক ঘাঁটি।

তারা ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের দেশ একটি গণহত্যাকারী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে।

বক্তারা জোর দিয়ে বলেন, ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই ভূমি-সেই সায়োনিস্ট উপনিবেশকারীদের নয়, যাদের সাম্রাজ্যবাদী শক্তি সেখানে এনে বসিয়েছে। সায়োনিস্ট বসতকারীদের ফিলিস্তিনের ভূমির ওপর কোনো অধিকার নেই।

তারা আরও বলেন, গাজায় যা ঘটছে তা কোনো যুদ্ধ নয়-এটি গণহত্যা। ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।

বিডিএস ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারীরা ৭ অক্টোবর ২০২৩-এর ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের তৈরি করা ভুয়া বর্ণনাকে পুনরাবৃত্তি করার জন্য ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক মহলকে কঠোরভাবে সমালোচনা করেন এবং একে “স্পষ্ট মিথ্যা” বলে আখ্যায়িত করেন।

বিক্ষোভে বক্তারা আরও বলেন, আমরা ভেবেছিলাম সব দেশ মিলে ফিলিস্তিনকে মুক্ত করবে — কিন্তু আজ দেখা যাচ্ছে, ফিলিস্তিনই সারা বিশ্বের মানুষকে স্বাধীনতা ও মুক্তির পথে আহ্বান জানাচ্ছে, এবং সে গোটা বিশ্বের চোখ খুলে দিয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha